৳ ২২৫ ৳ ১৯১
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
আমাদের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে অবদান কোনাে অংশেই কম নয় । অগ্নিগর্ভ সময়ে অস্ত্র হাতে যুদ্ধে অংশ নেয়া নারী সংখ্যায় হয়তাে কম, কিন্তু সর্বক্ষেত্রে সর্বসময়ে মুক্তিযােদ্ধাদের সবরকম সহযােগিতা করেছেন নারীরা। যুদ্ধে সহায়তা প্রদান ছাড়াও। শত্রুর হিংস্র আঘাত বড়ভাবে মােকাবেলা করতে হয়েছে তাদের। সেই লড়াইয়ে নারীরা। অনেকে দিয়েছেন প্রাণ । পাকিস্তান সেনাবাহিনীর পাশাপাশি তাদের এ দেশীয় দোসররাও একাত্তরে মেতে উঠেছিল আমাদের মা-বােনদের শরীর নিয়ে ছিনিমিনি খেলায় । তাদের লালসার আগুনে পুড়ে ছাই হয়েছে অগণিত নারীর জীবন-সংসার, অনেকে হয়েছেন আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত । | স্বাধীনতার পর অতিক্রান্ত হয়ে গেছে চার দশকেরও বেশি সময় । এই দীর্ঘ সময়ে স্বাধীনতাযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে দেশে ব্যাপক অনুসন্ধান চললেও মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের প্রতিচ্ছবি উঠে আসেনি তেমনভাবে । স্পর্শকাতর বিষয় হওয়ার কারণে এ নিয়ে জানার প্রয়াসও বলা চলে একেবারেই সীমিত ও জটিলতা-আক্রান্ত । সিলেটের আঞ্চলিক পর্যায়ে বীরাঙ্গনাদের নিয়ে কাজ করার জন্য সাহিত্য প্রকাশের পরিচালক শ্রদ্ধেয় মফিদুল হক আমাকে পরামর্শ ও দিকনির্দেশনা দেন। তাঁর উৎসাহ ও অনুপ্রেরণায় শুরু করি অনুসন্ধান । একাত্তরে নির্যাতনের শিকার নারীদের খোঁজ বের করে তাঁদের কাছ থেকে দুঃসহ সময়ের কথা জানা ছিল আমার কাছে চ্যালেঞ্জ। একজন পুরুষ হওয়ার কারণে অনুসন্ধান কর্ম যে সহজ হবে না তা জানা ছিল ভালাে করেই। একেকজন নির্যাতিতার কাছে বারবার ছুটে যেতে হয়েছে। অনেকে অপবাদ কিংবা পারিবারিক দুর্নামের ভয়ে কথা বলতে দ্বিধান্বিত। ছিলেন। সব হারানাের পরও নতুন করে বিড়ম্বনায় পড়তে চাননি কেউ কেউ! পরিবার ও সমাজের কাছ থেকে পদে পদে নিগৃহীত এসব নারী নিজেদের অবগুণ্ঠিত করে রেখেছেন। শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার কথা ক’জন বাঙালি নারীই-বা বলতে পারেন অকপটে! | নিরন্তর প্রচেষ্টা আর মাঠপর্যায়ে দীর্ঘ অনুসন্ধান চালিয়ে, অনেক পথঘাট মাড়িয়ে নানা প্রতিবন্ধকতার মুখােমুখি হয়েও বারােজন বীরাঙ্গনার জীবনচিত্র তুলে আনতে সক্ষম হয়েছি। যদিও কলমের আঁচড়ে তাদের ত্যাগ, যন্ত্রণা, নির্যাতনের পুরাে চিত্র তুলে ধরা অসম্ভব, তারপরও চেষ্টার ত্রুটি করিনি। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বারােজন বীর নারীর প্রতি, তাঁরা তাঁদের জীবনকথা আমার কাছে মেলে ধরেছেন এবং তাদের আলােকচিত্র প্রকাশেও সম্মতি প্রদান করেছেন। এসব নারী যদি রাষ্ট্রীয় স্বীকৃতি ও সামাজিক মর্যাদা পান তাতেই সার্থক হবে আমার শ্রম । নির্যাতনের শিকার নারীরা। জীবনের শেষ প্রান্তে এসে একটু প্রশান্তির ছোঁয়ায় উদ্ভাসিত হবে, তা দেখতে পেলে সার্থক হবে আমার জীবন ।
অপূর্ব শর্মা
Title | : | বীরাঙ্গনা কথা |
Author | : | অপূর্ব শর্মা |
Publisher | : | সাহিত্য প্রকাশ |
ISBN | : | 9847012401644 |
Edition | : | 2016 |
Number of Pages | : | 79 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
কবি, সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মার জন্ম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার হরিনাকান্দি গ্রামে। কবিতার মাধ্যমেই লেখালেখিতে হাতেখড়ি। সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিলেও ২০০৬ সাল থেকে মুক্তিযুদ্ধ নিয়ে শুরু করেন গবেষণা। ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত অমর একুশে বইমেলায় তার প্রথম গবেষণাগ্রন্থ ‘অনন্য মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি’প্রকাশিত হয়। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ ১৪ টি। এরমধ্য চারটি গ্রন্থ অনুবাদ হয়েছে ইংরেজি ভাষায়। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ১৮টি গ্রন্থ। কর্মের স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে ‘সিলেটের যুদ্ধাপরাধ ও প্রাসঙ্গিক দলিলপত্র’গ্রন্থের জন্য ২০১০ সালের এইচএসবিসি কালি ও কলম পুরস্কার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে ২০১৩ সালে লাভ করেন বজলুর রহমান স্মৃতিপদক। ২০১৮ সালে গবেষণা কর্মের জন্য পেয়েছেন লীলানাগ স্মৃতিপদক। বাংলাদেশের প্রাচীন সংবাদপত্র দৈনিক যুগভেরী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সম্পাদনা করছেন সাহিত্যপত্রিকা অভিমত। এছাড়াও মুক্তযুদ্ধ বিষয়ক অনলাইন পোর্টাল মুক্তিযুদ্ধ ডটকমের সম্পাদক তিনি।
If you found any incorrect information please report us